আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি ৷৷ ফের মর্মান্তিক যান দুর্ঘটনায় প্রাণ হারালো এক ব্যাক্তি। গুরুতর ভাবে আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনা বড়মুড়া পাহাড়ের জাতীয় সড়কে। জানা যায়, রবিবার তেলিয়ামুড়া থেকে আগরতলাগামী টি আর ০১ ১৪৪৩ নম্বরের একটি যাত্রীবাহী বাস এবং তেলিয়ামুড়াগামী টি আর ০২ ০ ১৯৪৯ নম্বরের পণ্যবাহী বলেরো পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রান হারালেন একজন। গুরুতর ভাবে জখম হয়েছে ৯ জন। আহতদের মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। বাকিদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও দমকল বাহিনী।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বড়মুড়া পাহাড়েই যান দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছিল। সেদিন দুর্ঘটনায় আহত হয়েছিলেন ২৩ জন।