আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি ৷৷ প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নগেন্দ্র জমাতিয়া। রবিবার গভীর রাতে আগরতলার অভয়নগর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার মহাকরণে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে রাজ্যের রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা এবং অন্য সরকারি আধিকারিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রয়াতকে।
উল্লেখ্য, ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত কংগ্রেস ত্রিপুরা উপজাতি যুব সমিতি (টি ইউ জে এস) মন্ত্রীসভার কৃষিমন্ত্রী ছিলেন প্রয়াত নগেন্দ্র জমাতিয়া। সেসময় রাজ্যের অম্পি বিধানসভা কেন্দ্র থেকে পাঁচ বার জয়ী হয়েছিলেন তিনি। পরে যোগ দেন আই এন পি টি’তে।