আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি ৷৷ ২১শে জানুয়ারী ১৯৭২ সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ত্রিপুরা। সোমবার নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৪৮তম পূর্ণ রাজ্য দিবস পালন করা হয় রাজ্যে। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্নু দেববর্মা, রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা, রাজ্যের মুখ্যসচিব এল কে গুপ্তা, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষও উপস্থিত ছিলেন।