বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ জানুয়ারি ৷৷ দীর্ঘদিন যাবৎ কর্মী সল্পতায় ভূগছে শান্তিরবাজার পোষ্ট অফিস। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে পাচ্ছেনা সঠিক পরিষেবা। মঙ্গলবার শান্তির বাজার পোষ্ট অফিসে গিয়ে দেখা গেলো একজন গ্রাহক ও পোষ্ট অফিসের কর্মীদের বাকদন্ড। এই বাকদন্ডের কারন জানতে চাইলে পোষ্ট অফিসে কর্মরত পোষ্ট মাষ্টার অরিত্র মজুমদার জানান, বিগত কয়েক মাস যাবৎ কর্মী সল্পতায় ভুগছে শান্তিরবাজার ডাকঘরটি। দু’জন রেগুলার কর্মচারী দিয়ে এই অফিসটি চলছে। এর মধ্যে সোমবার থেকে অসুস্থতার জন্য একজন কর্মী ছুটি নিয়েছেন। তাই অফিসের সমস্ত দায়ভার উনার উপর। উনার ইচ্ছা থাকলেও সঠিকভাবে গ্রাহকদের সন্তুষ্ট করতে পারেন না বলে সংবাদ মাধ্যমের সামনে জানান। তিনি জানান, সোমবার থেকেই এইভাবে গ্রাহকদের সঙ্গে বাকদন্ড লেগে রয়েছে। এই কর্মী সল্পতার কথা উনার উদ্ধতর কর্তীপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। পোষ্ট অফিসের প্রায় সমস্ত কাউন্টার হয়ে রয়েছে কর্মী শুন্য। এখন দেখার বিষয় পোষ্ট অফিসের সামগ্রীক উন্নয়নে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করেন।