বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ জানুয়ারি ৷৷ রাজ্য সরকারের উন্নয়নের প্রকল্পের বাস্তবায়ীত করতে এফ সি আই’র মাধ্যমে গ্রামেগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। মঙ্গলবার সকাল ৬টা থেকেই এই ধান বিক্রির জন্য শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া বাজারে অনেক কৃষক উপস্থিত হন। ধান বিক্রি করতে এসে এফ সি আই এবং মিলের মালিক কতৃক হয়রানির স্বীকার হচ্ছে কৃষকরা এমনটাই অভিযোগ। অভিযোগে জানা যায়, এফ সি আই এবং মিলের মালিকের তাল বাহানার জন্য দুপুর আনুমানিক ২টা পেরিয়ে গেলেও ধান বিক্রি করতে পারেনি কৃষকরা। মিলের মালিক ধানের বস্তা নিয়ে নানান তালবাহানা করেছে বলে জানা যায়। যার ফলে কৃষকরা সকাল বেলা এসেও ধান বিক্রি করতে পারছে না। এফ সি আই কতৃক তালবাহানার প্রতিবাদ করেন কৃষকরা। কৃষদের এমন প্রকার হয়রানির কথা জানতে পেরে ঘটনা স্থলে উপস্থিত হন শান্তিরবাজার মহকুমা শাসক অনিমেষ দেবর্বমা এবং বগাফা কৃষি দপ্তরের এস এ দেবাশিষ পাল। পরবর্তী সময় উনাদের হস্তক্ষেপে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ধান ক্রয়ের কাজ শুরু হয় বলে জানা যায়।