মহান দেশ নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’র

netaji.jpg2আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি ৷৷ দু’শ বছরের ব্রিটিশ শাসনের অবসানে রক্ত রঞ্জিত ইতিহাসের মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়েছে ভারতবর্ষ। স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা তাঁদের মধ্যে নিশ্চিৎভাবেই ভিন্ন ধারার অকুতোভয় হৃদয়ের ব্যক্তি ছিলেন সুভাষ চন্দ্র বসু। নেতাজী উপলব্ধি করেছিলেন শঠের সঙ্গে শঠতা ছাড়া স্বাধীনতা অর্জন সম্ভব নয়। দেশের মানুষকে আহ্বান জানিয়েছিলেন ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’। অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র, আর সংগঠিত সেনাদল গঠন করতে দেশ বিদেশে পাড়ি জমিয়ে সাহায্য সংগ্রহ করে ছিলেন, গঠন করেছিলেন আজাদ হিন্দ বাহিনী। শাসক ব্রিটিশকে বোকা বানিয়েছেন শানিত বুদ্ধি মত্তায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষ চন্দ্র বসু যে বীরত্ব আর শৌর্যের পরিচয় দিয়ে ব্রিটিশের শাসনের ভীত নাড়িয়ে দিয়েছিলেন। তাঁর অলুলনীয় অবদানকে নতমস্তকে স্মরণ করেছে দেশ। ২৩শে জানুয়ারী, ২০১৯ (বুধবার) নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৩তম জন্মদিবসে গোটা দেশের মানুষের সঙ্গে সেই মহান দেশ নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*