নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর ।। পশ্চিমবঙ্গের একটি সংশোধনাগারে সারদা চিটফান্ড কান্ডের মূল নায়ক কুনাল ঘোষের আত্মহত্যার চেষ্টার পর এবার রাজ্যেও আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে। রবিবার বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে আত্মহত্যার চেষ্টা চেষ্টা করে ঐ কয়েদী। কয়েদীর নাম রহিম আলী, বয়স আনুমানিক ৩৫। সঙ্গে সঙ্গেই তাকে আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবিপি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন সেই কয়েদী। এই ঘটনা জানাজানির পর কেন্দ্রীয় সংশোধনাগারের পুলিশী ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে।