আচমকা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ত্রিপুরার ট্যাবলু

tripআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি ৷৷ দেশের ৭০তম সাধারণতন্ত্র দিবসকে সামনে রেখে নয়া দিল্লীতে অনুষ্ঠিত হল চূড়ান্ত মহড়া। বুধবার অনুষ্ঠিত হওয়া এই মহড়ায় ত্রিপুরা রাজ্যের ট্যাবলুও অংশ নেয়। এবারের ত্রিপুরার ট্যাবলুটির প্রথম দিকে রয়েছে চরকা হাতে মহাত্মা গান্ধী, ত্রিপুরার তৈরী পাঁচড়া, উত্তরীয় সহ থাকছে ত্রিপুরেশ্বরী মন্দির, আদিবাসীদের হজাগিরি নৃত্য, ত্রিপুরার বাঁশ, কুইন প্রজাতির আনারস, উনকোটি, পার্বত্য ত্রিপুরা এবং নীরমহল।
কিন্তু মঙ্গলবার দিল্লীতে আচমকা বৃষ্টির কারণে খোলা আকাশের নিচে থাকা ত্রিপুরার ট্যাবলু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। এতে ট্যাবলুর রং এরও ক্ষতি হয়েছে। জানা যায়, ট্যাবলুটি মেরামতের কাজে হাত লাগিয়েছেন ট্যাবলু তৈরীর কাজে নিয়োজিত শিল্পীরা।
উল্লেখ্য, ২৬শে জানুয়ারীর পর ত্রিপুরার ট্যাবলুটি রাখা থাকবে দিল্লীর লাল কেল্লার সামনে। ৩০শে জানুয়ারি পর্যন্ত চলবে প্রদর্শনী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*