আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি ৷৷ রাজ্য সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যায়, আগামী ফেব্রুয়ারী মাসে রাজ্য সফরে আসছেন তিনি। ত্রিপুরা প্রদেশ বিজেপি’র মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য জানান, রাজ্য সফরে এসে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পাশাপশি তিনি একটি জনসভায় প্রধান বক্তা হিসেব উপস্থিত থাকবেন। শ্রী ভট্টাচার্য্য জানান, আগামী ২৯শে জানুয়ারি প্রধানমন্ত্রীর রাজ্য সফরের কথা থাকলেও বিভিন্ন ব্যস্ততার কারনে ঐদিন তিনি আসতে পারছেন না। কিন্তু আগামী ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে জানান শ্রী ভট্টাচার্য্য।