আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি ৷৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য দিন রাত কাজ করে চলেছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই সেন্ট্রাল ল্যাবরেটরী পরিষেবার সূচনা হল শুক্রবার। এদিন আগরতলা সরকারী মেডিক্যাল কলেজ এবং জিবি হাসপাতালে ২৪ ঘন্টা সেন্ট্রাল ল্যাবরেটরী পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষ যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।