আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি ৷৷ মানুষের সুস্থ দেহই সুস্থ মন গড়তে সাহায্য করে। সুস্থ দেহের জন্য প্রয়োজন হয় যোগা ও ক্রীড়াচর্চা। শুক্রবার রাজধানীর গান্ধীঘাটস্থিত বিবেকানন্দ ব্যায়ামাগারে আয়োজিত ৪৩তম রাজ্য ভিত্তিক ওয়েটলিফটিং, ৪২তম পাওয়ারলিফটিং এবং ১০তম পাঞ্জা (আর্মস রেসলিং) প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মূখ্যমন্ত্রী বলেন, আগামী ২০২৪ সালে আমাদের রাজ্যে যাতে জাতীয় গেমসের আয়োজন করা যেতে পারে তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোও গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, ওয়েটলিফটিং এসোসিয়েশানের চেয়ারম্যান তথা বিধায়ক আশিষ কুমার সাহা, বিধায়ক কৃষ্ণধন দাস এবং ও এন জি সি’র ত্রিপুরা অ্যাসেট ম্যানেজার জি কে সিংহ রায় প্রমুখ।
অনুষ্ঠানে রাজ্যের গর্ব পদ্মশ্রী দীপা কর্মকার এবং দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দীকে সন্মাননা প্রদান করা হয়।