আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি ৷৷ গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও পালিত হল নবম জাতীয় ভোটার দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটার দিবস উদযাপন করা হলেও রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নবম জাতীয় ভোটার দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, ভোটাধিকার প্রয়োগ করা আমাদের পবিত্র ও মৌলিক অধিকার। তাই সবাইকে নিজের ভোটাধিকার প্রয়োগ করা প্রয়োজন।
এদিনের অনুষ্ঠানে রাজ্যপাল নতুন ভোটারদের হাতে সচিত্র ভোটার পরিচয়পত্র তুলে দেন। পাশাপাশি গত নির্বাচনে যেসব সরকারি কর্মচারীরা দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন তাদেরকেও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিচ ছিলেন রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্যনির্বাচনী আধিকারিক শ্রীরাম তরনীকান্ত, জাতীয় পদক জয়ী প্রতিবন্ধী সাঁতারু তথা নব ভোটার আইকন সমীর বর্মণ প্রমুখ।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে ভারত জুড়ে জাতীয় ভোটার দিবস উদ্যাপনের সূচনা হয়।