আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি ৷৷ ৭০তম প্রজাতন্ত্র দিবস গোটা দেশেই সাড়ম্বরে উদযাপিত করা হয়েছে। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলাস্থিত আসাম রাইফেলস ময়দানে। শনিবার আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন, সুসজ্জিত বাহিনীর আকর্ষণীয় প্যারেড সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৭০তম প্রজাতন্ত্র দিবসে আসাম রাইফেলসের ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর উপস্থাপনা দর্শকদের আন্দোলিত করে তোলে। সঙ্গীত, পিটি সহ ছন্দের তালে নৃত্য পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন সংস্থার নৃত্য শিল্পীরা সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান চাক্ষুস করতে ময়দানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি, রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মূখ্যমন্ত্রী্র জায়া নীতি দেব, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা।