আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি ৷৷ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন রাজ্যের বিশিষ্ট শিল্পী থাঙ্গা ডার্লং। কৈলাসহরের গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত দেওরাছড়া গ্রামের মুরাই গ্রামের বাসিন্দা ৯৯ বছরের থাঙ্গা ডার্লং। দেশের ৭০তম প্রজাতন্ত্র দিবসে কেন্দ্রীয় সরকার থেকে তাঁর নাম ঘোষণা করা হয় পদ্মশ্রী পুরস্কারে জন্য। জানা যায়, তিনি বাঁশ দিয়ে তৈরি অভিনব এক বাদ্যযন্ত্র ‘রসেম’ এর যন্ত্রসঙ্গীতকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে।
উল্লেখ্য, থাঙ্গা ডার্লং এর আগে রাজ্য থেকে পদ্মশ্রী পেয়েছিলেন প্রশাসক হিমাংশু মোহন চৌধুরী, চিকিৎসক রথীন দত্ত এবং রাজ্যের সোনার মেয়ে জিমন্যাস্ট দীপা কর্মকার।