আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি ৷৷ দু’দিনের নির্বাচনী প্রচারে পশ্চিম বঙ্গ যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জানা যায়, আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে সোমবার পশ্চিম বঙ্গ যাচ্ছেন তিনি। এদিন পশ্চিমবঙ্গের বর্ধমানের ঘাটালে এবং হুগলীর আরামবাগ এলাকায় দুটি জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও দেশে রাজনৈতিক প্রচার শুরু হয়ে গেছে।