গোপাল সিং, খোয়াই, ২৮ জানুয়ারি ৷৷ নেশা কারবারিদের বিরুদ্ধে সংবাদ করায় খোয়াইয়ের এক সাংবাদিককে কিছু দুষ্কৃতিকারী প্রাণনাশের হুমকি দিয়েছিল বলে অভিযোগ। জানা যায়, খোয়াইয়ে সাংবাদিক আশীষ চক্রবর্তীকে দুষ্কৃতিকারীদের হুমকির পরিপ্রেক্ষিতে সোমবার আগরতলা থেকে সংবাদ মাধ্যমের একটি প্রতিনিধি দল খোয়াই সফরে যান। সেখানে দিয়ে সাংবাদিকদের প্রতিনিধি দলটি সাংবাদিক আশীষ চক্রবর্তীর বাড়িতে গিয়ে বিস্তারিত কথা বলেন। পরে প্রতিনিধি দলটি সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে খোয়াই জেলার এ এস পি’র কাছে দাবি জানান। এদিনের আগরতলার প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক প্রনব সরকার, সেবক ভট্টাচার্য, শানিত দেবরায়, সঞ্জয় পাল এবং সুরজিৎ পাল। প্রতিনিধি দলের তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানান।