আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি ৷৷ ‘স্বচ্ছ ত্রিপুরা অভিযান, অটল জলধারা মিশন এবং ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয় সোমবার। এদিন আগরতলা টাউন হলে ডি ডব্লিউ এস দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সেমিনারের উদ্বোধন করেন রাজ্যের জল সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ। এই কর্মশালায় রাজ্য সরকারের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে করনীয় কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।