আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি ৷৷ ভারতের দিল্লীতে অংশ নেওয়া ২২টি রাজ্যের ট্যাবলুর মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা পেল ত্রিপুরা। গত ২৬শে জানুয়ারী দিল্লীতে আয়োজিত ৭০তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দেশের ২২টি রাজ্যের ট্যাবলুর প্রদর্শনীর মধ্যে ত্রিপুরার ট্যাবলু অংশ নেয়। ছোট্ট এই পাহাড়ি রাজ্য ত্রিপুরা নিজের কৃষ্টি, সংস্কৃতি ও থিমের মাধ্যমে দেশ বিদেশের অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেছে। যা নজর কারে বিচারকদের। ফলে প্রজাতন্ত্র দিবসে প্রদর্শিত ট্যাবলুগুলির মধ্যে ত্রিপুরার ট্যাবলু প্রথম পুরস্কার পেয়েছে। জানা যায়, সোমবার সকালে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন দিল্লীর রঙ্গমালা মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের প্রতিনিধিদের হাতে প্রথম পুরুস্কারের ট্রফি তুলে দেওয়া দেয়। ত্রিপুরা রাজ্যের ট্যাবলু প্রথম স্থান অধিকার করায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যেবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন এবং সমস্ত দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।