আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি ৷৷ শিল্পের উন্নয়নই হচ্ছে কোনও রাজ্যের স্বনির্ভরতার মূল ভিত্তি। আমাদের রাজ্যেও শিল্পের উন্নয়নের প্রচুর সম্ভাবনা রয়েছে। কারন শিল্প বিকাশের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ রয়েছে। সোমবার আগরতলার হাপানিয়ায় নবনির্মিত আধুনিক সর্বসুবিধাসম্পন্ন আন্তর্জাতিক ইন্ডোর প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান টিংকু রায়, বিধায়ক রামপ্রসাদ পাল, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এল এইচ ডার্লং, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা সন্দীপ আর রাঠোর প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রশেম শিল্পী পদ্মশ্রী প্রাপক থাংগা ডার্লং।
উল্লেখ্য, ২.৮৩ একর এলাকা জুড়ে নির্মিত এই আধুনিক আন্তর্জাতিক ইন্ডোর প্রদর্শনী কেন্দ্রটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৬৬.৫২ কোটি টাকা।