বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ জানুয়ারি ৷৷ রান্নার গ্যাসের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রাহকরা। মঙ্গলবার শান্তিরবাজার শান্তি গ্যাস এজেন্সির সামনে অবরোধে বসে অবরোধকারীরা। ফলে জাতীয় সড়কে আটকে পরা যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারন করে। পরে আশ্বাস পেয়ে ২০ মিনিট পর অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।