আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি ৷৷ কুকুর পাচারকালে পুলিশের হাতে ধরা পড়লো গাড়ি সহ দুই ব্যাক্তি। জানা যায়, রাজ্যের পশুপ্রেমী একটি সামাজিক সংস্থা ‘পউসম (Powsome)’ মঙ্গলবার সকালে সন্দেহজনক ভাবে একটি গাড়ি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে রাজধানীর বুদ্ধ মন্দির এলাকা থেকে একটি তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে ৪টি কুকুর উদ্ধার করে পুলিশ। এই কুকুরগুলিকে মিজোরামে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। জানা যায়, পূর্ব আগরতলা থানার পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে দুজনকে আটক করে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে পূর্ব থানায়। এই ধরনের পাচার কান্ড রুখতে সজাগ দৃষ্টি রাখে রাজ্যবাসী সহ প্রশাসনের নিকট দাবী জানান পশুপ্রেমী এই সংস্থার তরফে। পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তি চেয়েছে সংস্থাটি।