আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি ৷৷ দুর্ঘটনায় পড়লেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কনভয়। জানা যায়, বুধবার পশ্চিমবঙ্গের ঘাটালের গোপাল পুরে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে ডায়মন্ড হার্বারে সুরসা–আমতলা পথে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কনভয় দুর্ঘটনাগ্রস্ত হয়। এদিন আচমকা এক বাইক আরোহী মূখ্যমন্ত্রীর কনভয়ের সামনে চলে আসলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে মূখ্যমন্ত্রীর কনভয়ের সামনের গাড়িতে ধাক্কা লাগায় ঐ গাড়ির পেছনের কাঁচ ভেঙ্গে যায়। তবে মুখ্যমন্ত্রী নিরাপদ ও অক্ষত অবস্থায় রয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রীর ও এস ডি সঞ্জয় মিশ্র। যদিও পরে বাইক আরোহীকে গ্রেপ্তার করা হয়।