বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩১ জানুয়ারি ৷৷ বৃহস্পতিবার দুপুরে শান্তিরবাজার কমিউনিটি হলে দক্ষিন ত্রিপুরা জেলা ভিত্তিক ভারতীয় জনতা পার্টি ও বি সি মোর্চার উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভার মূল লক্ষ্য ছিল আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুইটি আসনে বিজেপি’কে বিপুল ভোটে জয়যুক্ত করা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে করে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম প্রতিটি মোর্চাকে সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী করা। এদিনের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন দক্ষিন ত্রিপুরার বিজেপি’র সভাপতি বিভিষন দাস, ওবিসি মোর্চার রাজ্য সভাপতি প্রফুল্ল দেবনাথ, ওবিসি মোর্চার রাজ্য প্রভারি যাদব লাল নাথ, ওবিসি মোর্চার রাজ্য সাধারন সম্পাদিকা বিনা পানি দেবনাথ, ওবিসি মোর্চার সংগঠন মহামন্ত্রী তাপস ভট্টাচার্য প্রমুখ। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ওবিসি সম্প্রদায়ের সকল লোকজনকে সংঘবদ্ধ ভাবো ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে কাজ করার জন্য বিশেষ আহব্বান করেন।