জাতীয় ডেস্ক, ০১ ফেব্রুয়ারি ।। শুক্রবার লোকসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থমন্ত্রী অরুণ জেটলির অসুস্থতার কারণে এবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা পীযূষ গোয়েল। লোকসভা নির্বাচনের আগে এটাই এনডিএ সরকারের শেষ বাজেট। অন্তর্বর্তীকালীন এই বাজেট দেখে নিন এক ঝলকে।
১) এদিন পীযূষ গোয়েল জানান, ট্রেন-১৮ এর নাম বদলে হয়েছে বন্দে ভারত। তাতে মিলবে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা। ভারতীয় ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন এই ট্রেন। অন্তর্বর্তী বাজেটে রেলের জন্য ৬৪,৫৮৭ কোটি টাকা বরাদ্দ করেছেন পীযূষ গোয়েল।
২) উত্তর-পূর্বের জন্য বরাদ্দ করা হয়েছে ৫৮,১৬৬ কোটি। বৃদ্ধি হয়েছে ২১ শতাংশ।
৩) প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ ২০১৩-১৪ সালের ছিল ৬ কোটি ৩৮ লক্ষ সেটা এখন বেড়ে হয়েছে ১২ কোটিরও বেশি। আগামী দু’বছরের মধ্যে আয়কর জমা দেওয়ার সমস্ত কাজ অনলাইনে হবে বলে জানালেন মন্ত্রী।
৪) মন্ত্রী জানান, ২০১৪ সালেও দেশের আড়াই কোটি মানুষ অন্ধকারে দিন কাটাতেন। আমরা সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি,আগামী মার্চ মাসের মধ্যে দেশের সমস্ত বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে।
৫) জওয়ানদের এক পদ এক পেনশন প্রকল্পে ৩৫ হাজার কোটি বরাদ্দ করা হল। প্রথমবার প্রতিরক্ষা খাতে ৩ লক্ষ কোটি বরাদ্দের ঘোষণা পীযূষের।
৬) প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে প্রতিবছর মিলবে ৬,০০০ টাকা। তিনটি কিস্তিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। ২ হেক্টরের কম জমির মালিক কৃষকরাই পাবেন এই প্রকল্পের সুবিধা।
৭) উজ্জ্বলা যোজনায় ৬ কোটি গ্যাস সিলিন্ডার বণ্টন করা হয়েছে। আরও ২ কোটি করা হবে বলে জানান মন্ত্রী।
৮) বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর লাগবে না। প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য বিনিয়োগে ছাড় ধরলে সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হতে চলেছে বলে ঘোষণা গোয়েলের।
৯) প্রধানমন্ত্রী শ্রম যোগী মন্ধন যোজনায় মাসে ১০০ টাকা দিতে হবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের। ৬০ বছর বয়সের পর তাঁরা পাবেন ৩০০০ টাকা পেনশন। ২২টি শস্যে ইতিমধ্যেই ন্যূনতম সহায়ক মূল্যে দেড়গুণ বাড়িয়েছে সরকার।
১০) গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্বাস্থ্য প্রকল্প শুরু হয়েছে ভারতে। উচ্চবর্ণের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করা হয়েছে। দেশের আর্থিক ঘাটতিকে জিডিপির ৩.৪ শতাংশ করা সম্ভব হয়েছে বলে জানান মন্ত্রী পীযূষ গোয়েল।