আপডেট প্রতিনিধি, সাব্রুম, ০১ ফেব্রুয়ারি ৷৷ প্রতি বছরের ন্যায় সাব্রুম প্রেস ক্লাবের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে গৃহিত বিভিন্ন কর্মসূচীর অঙ্গ হিসেবে শুক্রবার (১লা ফেব্রুয়ারি) সাব্রুম শহরে সন্ধ্যায় ভাষা শহীদদের স্মৃতিতে এক মোমবাতি মিছিল সংগঠিত হয় | এই মোমবাতি মিছিলের মধ্য দিয়ে সাব্রুম প্রেস ক্লাবের ২১শে ফেব্রুয়ারি উদযাপন কর্মসূচীর শুভ সূচনা হয়| এদিনের এই মিছিলে পা মেলান প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা| মোমবাতি মিছিলটি সাব্রুম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে সাব্রুমের নেতাজি চৌমুহুনীতে এসে শেষ হয়|