আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ফেব্রুয়ারি ৷৷ অঙ্গনওয়াড়ী কর্মী পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা গেছে, আগামী কিছু দিনের মধ্যে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে প্রায় ১,৫০০ জন অঙ্গনওয়াড়ী কর্মী পদে নিয়োগ করা হবে। বৃহস্পতিবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। তিনি বলেন, এই অঙ্গনওয়াড়ী কর্মী পদে নিয়োগের জন্য বর্তমানে কাজ চলছে।
পাশাপাশি তিনি বলেন, রাজ্যে বর্তমানে ৪ লক্ষ ৩৯ হাজার ৮৪৪ জন বিভিন্ন প্রকল্পে সামাজিক ভাতা পাচ্ছেন। তিনি বলেন, ভাতা নিয়ে জনমনে যে বিভ্রান্তি দেখা দিয়েছে তাতে আতঙ্কের কিছু নেই। তিনি বলেন, সামাজিক ভাতা বন্ধ হবে না। তিনি সাধারণ মানুষদের আশ্বস্ত করে বলেন, ভয়ের কোনো কারণ নেই। প্রতিবছর সামাজিক প্রকল্পগুলো পর্যালোচনা করতে হয়। এরই অঙ্গ হিসেবে জরিপ হচ্ছে। ইতোমধ্যে ৮০ শতাংশ জরিপের কাজ শেষ হয়েগেছে বলে জানান মন্ত্রী।