আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ফেব্রুয়ারি ৷৷ একদিনের রাজ্য সফরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যায়, আগামী ৯ই ফেব্রুয়ারি রাজ্যে আসছেন তিনি। শুক্রবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এদিন দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ বিমানে আগরতলার এম বি বি বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একটি মর্মর মূর্তির আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, এরপর নরসিংগড়স্থিত টি আই টি ক্যাম্পাসে ট্রিপল আই টি-র আনুষ্ঠানিক সূচনা প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানের পর উদয়পুরের গর্জি থেকে বিলোনিয়া পর্যন্ত নবনির্মিত ট্রেনলাইনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পাশাপাশি এদিন তিনি সরকারী অনুষ্ঠানের পর ত্রিপুরা প্রদেশ বিজেপি আয়োজিত আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে একটি জনসভায় বক্তব্য রাখবেন। পরে দলীয় নেতাদের সাথে বৈঠক করে দিল্লী ফিরে যাবেন প্রধানমন্ত্রী।