বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ ফেব্রুয়ারি ৷৷ অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন এক গৃহবধু। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পূজো দেবার সময় ধূপ থেকে আগুন লেগে যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত সুভাষ কলোনী এলাকার বাসিন্দা শঙ্কর দেবনাথের সহধর্মীনি অপর্না দেবনাথের গায়ে। অপর্না দেবনাথের মেয়ে জানায়, অগ্নিকান্ডের সময় বাড়ীতে মা-মেয়ে ছারা আর কেউ ছিলো না। মেয়ে অন্য একটি ঘরে ছিলো। হঠাৎ করে মায়ের চিৎকার চেচামেচি শুনে ছুটে গিয়ে এই অগ্নি কান্ডের ঘটনা দেখে চিৎকার করলে গ্রামের লোকজন জরো হয়ে শান্তিরবাজার ফায়ার সার্ভিসে খবর দেন। শান্তিরবাজার ফায়ার সার্ভিসের লোকজন এসে অপর্না দেবনাথকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসক শান্তুনু দাস জানান, এই অগ্নিকান্ডে গৃহবধুর শরিরের ৭২ শতাংশ অংশ জ্বলে গেছে। গৃহবধুর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক স্তরে চিকিৎসা করে তাকে আগরতলা জি বি হাসপাতালে রেফার করা হয় বলে জানান চিকিৎসক।অগ্নিদগ্ধ এক গৃহবধু
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ ফেব্রুয়ারি ৷৷ অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন এক গৃহবধু। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পূজো দেবার সময় ধূপ থেকে আগুন লেগে যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত সুভাষ কলোনী এলাকার বাসিন্দা শঙ্কর দেবনাথের সহধর্মীনি অপর্না দেবনাথের গায়ে। অপর্না দেবনাথের মেয়ে জানায়, অগ্নিকান্ডের সময় বাড়ীতে মা-মেয়ে ছারা আর কেউ ছিলো না। মেয়ে অন্য একটি ঘরে ছিলো। হঠাৎ করে মায়ের চিৎকার চেচামেচি শুনে ছুটে গিয়ে এই অগ্নি কান্ডের ঘটনা দেখে চিৎকার করলে গ্রামের লোকজন জরো হয়ে শান্তিরবাজার ফায়ার সার্ভিসে খবর দেন। শান্তিরবাজার ফায়ার সার্ভিসের লোকজন এসে অপর্না দেবনাথকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসক শান্তুনু দাস জানান, এই অগ্নিকান্ডে গৃহবধুর শরিরের ৭২ শতাংশ অংশ জ্বলে গেছে। গৃহবধুর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক স্তরে চিকিৎসা করে তাকে আগরতলা জি বি হাসপাতালে রেফার করা হয় বলে জানান চিকিৎসক।