আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ফেব্রুয়ারি ৷৷ অল ইন্ডিয়া সাই কমবাইন্ড হ্যান্ডবল টিমের দায়িত্ব পেলেন আশিষ কর। জানা যায়, শ্রী কর-এর বাড়ী আগরতলার বড়দোয়ালী এলাকায়। ত্রিপুরা রাজ্য থেকে তিনি প্রথম ব্যক্তি যিনি অল ইন্ডিয়া সাই কমবাইন্ড হ্যান্ডবল টিমের দায়িত্ব পেয়েছেন। তিনি বর্তমানে উত্তর প্রদেশের সাই ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। জানা যায়, আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে ১৩ই ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত লক্ষ্ণৌতে কে ডি সিং বাবু স্টেডিয়ামে ৩৫তম জাতীয় বালিকা (অনূর্ধ্ব-১৫) হ্যান্ডবল প্রতিযোগিতায় সাই হ্যান্ডবল টিমের কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।