সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ ফেব্রুয়ারি ৷৷ ফের পথ দুর্ঘটনায় গাড়ীর চালক সহ আহত হলো ৫ জন যাত্রী। জানা যায়, শনিবার দুপুর ২টা নাগাদ চাকমাঘাট থেকে টি আর ০১ ৩৮২২ নম্বরের যাত্রীবাহী জিপ গাড়ী তেলিয়ামুড়া আসার পথে নেতাজীনগর লোকনাথ আশ্রমের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। এতে গাড়ীর চালক সহ ৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জি বি হাসপাতালে রেফার করা হয়।