আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ফেব্রুয়ারি ৷৷ সাত সকালেই ট্রাকের তলায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন এক মহিলা। রবিবার আগরতলা মোটরস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, এদিন সকালে আই জি এম হাসপাতালে চিকিৎসার কারনে যাচ্ছিলেন রাজধানীর প্রতাপগড় এলাকার বাসিন্দা গৌরি বণিক। হাসপাতালে যাবার এন এল ০১ এল ৫০৬৫ নম্বরের ১৪ চাকার একটি ট্রাকের পেছনের চাকায় পড়ে মৃত্যু হয় মহিলার। জানা যায়, ঘটনায় থেঁতলে যায় মহিলার দেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। তবে ঘটনার পরই পালিয়ে যায় ট্রাক চালক।