আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ফেব্রুয়ারি ৷৷ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে আটক করা হয় সাত রোহিঙ্গা শরণার্থী। রবিবার আগরতলা থেকে কলকাতাগামী ট্রেনটি ধর্মনগর রেলওয়ে স্টেশনে থামলে তল্লাশি চালিয়ে সন্দেহজনক ভাবে তাদের আটক করে আর পি এফ পুলিশ। আটক করা ৭ জন রোহিঙ্গাদের মধ্যে ৬ জন তরুণী এবং ১ জন যুবক বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে কেউই তাদের বাড়ির ঠিকানা, এমনকি তারা কোথায় যাবে তাও ঠিকভাবে বলতে পারেনি। জানা যায়, বর্তমানে তাদের ধর্মনগর রেলওয়ে স্টেশন থানায় রাখা হয়েছে।