আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ ফেব্রুয়ারি ৷৷ সোমবার থেকে শুরু হল সাত দিনব্যাপী ৩০তম সড়ক সুরক্ষা সপ্তাহ-২০১৯। এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আনুষ্ঠানিকভাবে সড়ক সুরক্ষা সপ্তাহের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সড়ক সুরক্ষা সপ্তাহে সকলকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরা পুলিশের পতাকা উত্তোলন করেন। এরপর রাজ্য পুলিশ, ট্রাফিক পুলিশ, এন সি সি এবং এন এস আই-র কর্মীরা সুদৃশ্য প্যারেডে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়, রাজ্য সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান অলিক মজুমদার, পুলিশের আইন-শৃঙ্খলা শাখার ইন্সপেক্টর জেনারেল রাজীব সিং প্রমুখ।