আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ফেব্রুয়ারি ৷৷ গর্বের সুবর্ণ জয়ন্তী বর্ষের পা দিচ্ছে রাজ্যের বহুল প্রচারিত ‘স্যন্দন পত্রিকা’। এই ৫০ বছর পূর্তির অঙ্গ হিসেবে আগামী ৮ই ফেব্রুয়ারী (শুক্রবার) বাংলাদেশের চিটাগাং জার্নালিস্ট স্পোর্টস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে রাজ্যের ক্রীড়া সাংবাদিকদের মধ্যে এক টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যায়, এদিন সকাল ১০টায় রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। চিটাগাং জার্নালিস্ট স্পোর্টস ক্লাবের ১৮ সদস্যক দলটি আখাউড়া সীমান্ত দিয়ে আগামী ৭ই ফেব্রুয়ারী দুপুরে আগরতলায় আসবে। জানা যায়, ৮ই ফেব্রুয়ারী ম্যাচের পর সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত মত বিনিময় সভায় দুই দেশের সাংবাদিকরা অংশ নেবেন। ৯ই ফেব্রুয়ারী চিটাগাং জার্নালিস্ট স্পোর্টস ক্লাবের সদস্যরা রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখবেন এবং ১০ই ফেব্রুয়ারী দলটি আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাবেন বলে জানা গেছে। ‘স্যন্দন পত্রিকা’-র এই আয়োজনে সহযোগিতার হাত প্রসারিত করেছে বিভিন্ন ব্যাক্তি ও সংস্থা বলে জানা গেছে।