বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ ফেব্রুয়ারি ৷৷ ভারতীয় জনতা পার্টি দক্ষিন জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক সভা। বুধবার সকালে শান্তিরবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক সভা। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন নর্থ ইষ্টের সংগঠনের সম্পাদক অজয় জাম্বাল, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিজেপি’র রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক, বিজেপি’র রাজ্য সাধারন সম্পাদিকা প্রতিমা ভৌমিক ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই সভার শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজকের এই সভায় দক্ষিন ত্রিপুরার বিজেপির দায়িত্ব প্রাপ্ত নেতৃত্বরা অংশগ্রহন করেন। আগামী ৯ই ফেব্রুয়ারী প্রধানমন্ত্রীর সফরকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে আজকের এই সভার আয়োজন করা হয়েছে।