সাগর দেব, তেলিয়ামুড়া, ০৭ ফেব্রুয়ারি ৷৷ পারিবারিক ঝামেলার কারনে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায়। জানা যায়, মৃত গৃহবধূর নাম মীনা শুক্লা দাস (৩০)। বাড়ী গোলাবাড়ী এলাকায়। জানা যায়, মীনা শুক্লা দাস খোয়াই পুর পরিষদের ৭নং ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। মীনার উপর তার স্বামী কানাই দাস প্রায়ই নির্যাতন করত বলে মীনার বাপের বাড়ীর লোকজনের অভিযোগ। জানা যায়, এদিন সকালে আগরতলা-শীলচর গামী ট্রেনের নচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন মীনা। এতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।