আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ফেব্রুয়ারি ৷৷ আগামী ৯ই ফেব্রুয়ারি (শনিবার) রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাজ্যে এসে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন সহ দলীর কর্মসূচিতে যোগ দেবেন তিনি। রাজ্যে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজ্য প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, এদিন রাজ্যে এসেই প্রথমে তিনি আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করবেন পাশাপাশি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি। নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করতে বিমানবন্দর থেকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত আসা-যাওয়ার রাস্তার দুই পাশে বাঁশ বাধা হচ্ছে। পাশাপাশি সমাবেশ স্থলেও বাঁশ বেঁধে ভি ভি আই পি, ভি আই পি এবং সাধারণ দর্শকের জায়গা পৃথক করার কাজে দিন রাত ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা।