আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ফেব্রুয়ারি ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে রাজ্য বিজেপি’র নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন সর্বভারতীয় বিজেপির সভাপতি অমিত শাহ। বৃহস্পতিবার বিকেলে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেব, সম্পাদিকা প্রতিমা ভৌমিক সহ রাজ্য বিজেপি’র নেতৃত্বরা। এই বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা সহ রাজ্যে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।