দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৯ জুলাই/(NUT) : নিষ্ঠা ভক্তির সঙ্গে যুগ যুগ ধরে ত্রিপুরায় কের পুজো হয়ে আসছে। রাজ শাসনের সময় থেকেই কের পজোর প্রচলন। যেখানে কের পুজো হয় সেখানকার নির্দিষ্ট সীমানায় বিশেষ নিয়ম পালন একান্ত জরুরি। ত্রিপুরার ঐতিয্যবাহী কের পুজোর মধ্য দিয়ে রাজ্যের সার্বিক মঙ্গল কামনা করা হয়। মূলত কের পুজো হচ্ছে দেশ দশের কল্যানের পুজো।
সুমন ঘোষের তোলা ছবি।