আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী ৷৷ বসন্তের আগমনী বার্তায় যুগ যুগ ধরে প্রেমের খেলায় মেতে উঠছে রঙিন তারুণ্য। এই বসন্তের মিষ্টি হাওয়া দোলা দিয়েছে পল্লীবাংলার এক প্রেমিক-প্রেমিকার মনেও। প্রথম দেখাতেই ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই ভালোবাসার শুরু। নদী পার হতে হতে নাম না জানা ভালোবাসার মানুষটিকে নিজের দেওয়া নামে ডাকার মধ্যেই যে অন্যরকম অনুভূতি তা প্রকাশ পেয়েছে দুষ্টু মিষ্টি একটি ভালোবাসার কাহিনীর মধ্য দিয়ে। আর সেই ভালোবাসার দুষ্টু মিষ্টি কাহিনী দেখতে প্রিয় পাঠকদের অবশ্যই অপেক্ষা করতে হবে ভালোবাসার দিনটির জন্য।
এবার ভারত-বাংলাদেশের শিল্পীদের মিলিত প্রয়াসে ছোট্ট এই পাহাড়ী রাজ্য ত্রিপুরা থেকে আগামী ১৪ই ফেব্রুয়ারী প্রকাশ পেতে চলেছে বহু কাঙ্ক্ষিত মিউজিক ভিডিও “দিলওয়ালী”। যেখানে রয়েছে ভারত-বাংলাদেশের মেলবন্ধনে পল্লীবাংলার একটি প্রেম কাহিনী। বাংলাদেশের গীতিকার মোহাম্মদ শাহাদাৎ হোসেন শাওনের কথায় এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সংগীত পরিচালক পিথ্বিরাজ সাহার সুর ও কন্ঠে ভালোবাসা দিবসে দুই বাংলাকে উপহার দিতে প্রস্তুত “দিলওয়ালী”। গানটিতে পিথ্বিরাজ সাহার সাথে কন্ঠ দিয়েছেন শতাব্দী দেবনাথ। গানটি ভারতীয় মিউজিক ব্যানার ‘টিউন মিউজিক্যাল ল্যাব’ থেকে প্রকাশ করা হবে। মিউজিক ভিডিওটির ক্যামেরা বন্দি করেছে ভারতীয় ভিডিও প্রোডাকশন ভিসীয়েনাইর। ত্রিপুরার মনোরম প্রাকৃতিক লোকেশনে দৃশ্য গ্রহণ করা গানটির মিউজিক ভিডিও ভারত-বাংলাদেশের শ্রোতা এবং দর্শকের মাঝে এক নতুন মেলবন্ধন সৃষ্টি করবে বলাই বাহুল্য।