আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী ৷৷ রাজ্য সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিকেলে রাজ্য সফরে এসে প্রথমেই আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি, মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মূখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা সহ রাজ্য মন্ত্রী সভার অন্যান্য সদস্যরা।
বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করে প্রধানমন্ত্রী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সেখানে তিনি ত্রিপল আই টি’র ফলক উন্মোচন করেন। বক্তব্য শেষে স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে বোতাম টিপে তিনি উদয়পুরের গর্জি থেকে বিলোনিয়া পর্যন্ত যাত্রীবাহী রেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সমাবেশে উপস্থিত রয়েছেন রাজ্যের রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি, মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মূখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা সহ রাজ্য মন্ত্রী সভার অন্যান্য সদস্যরা।