ফের চলন্ত বাইকে আগুন

accবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যে ফের চলন্ত বাইকে আগুন। ঘটনার বিবরনে জানা যায়, শনিবার আনুমানিক সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী সাগরডেপা এলাকায় আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে টি আর ০৩ ৮৫৬২ নম্বরের চলন্ত বাইকটিতে হঠাৎ করে অগ্নি সংযোগ ঘটে। সঙ্গে সঙ্গে বাইক চালক সাউথ জোলাইবাড়ীর বাসিন্দা রাজীব ভৌমিক বাইক থেকে লাফিয়ে নেমে যায়। আগুনের পরিমান বেরে যাওয়ায় জোলাইবাড়ী অগ্নি দপ্তরের খবর দেওয়া হয়। অগ্নি দপ্তরের লোকজন ও এলাকার লোকজনের প্রচেষ্টায় বাইকের আগুন নেভানো হয়। কিন্তু অগ্নি কান্ডে বাইকটি অধিকাংশ পুরে ছাই হয়ে যায়। বাইক চালকের কোনো প্রকার আহত হয়নি বলে জানা যায়। এইভাবে চলন্ত বাইকে আগুন লেগে যাওয়ার ঘটনাক ঘিরে সকলের মনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*