আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী ৷৷ ফের রাজ্যের বিরোধী দলের নেতা ও বিধায়কের উপর হামলার অভিযোগ উঠলো। জানা যায়, সোমবার সকালে গোমতী জেলার বাগমা এলাকায় দলীয় কর্মীদের সাথে সাক্ষাৎ করে ফেরার সময় একদল দুষ্কৃতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক রতন ভৌমিক এবং সি পি আই (এম) নেতার উপর হামলা চালায়। বিধায়ক রতন ভৌমিক অভিযোগ করেন, রবিবার রাতে এই এলাকার একাধিক নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এই হামলার খবর পেয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেরার পথে বিধায়কের গাড়ীতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। ঘটনায় বিধায়ক বাগমা থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়।