আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যের শিক্ষক নিয়োগের জন্য যে টেট পরীক্ষা নেওয়া হয় তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। সোমবার (১১ই ফেব্রুয়ারী, ২০১৯) রাজ্যের টেট রিক্রুটমেন্ট বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত রাজ্যের স্নাতক (STGT) এবং স্নাতকোত্তরদের (STPGT) টেট পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। রাজ্যের টেট রিক্রুটমেন্ট বোর্ডের এই বিজ্ঞপ্তিতে বোর্ডের কন্ট্রোলার প্রত্যুষ রঞ্জন দেবের সাক্ষর রয়েছে।
উল্লেখ্য, আগামী ২৪শে ফেব্রুয়ারী, ২০১৯ রাজ্যে টেট পরীক্ষা গ্রহণের কথা ছিল। কিন্তু ১লা ফেব্রুয়ারি থেকে পরীক্ষার্থীদের এডমিট দেওয়ার কথা থাকলেও এডমিট ইস্যু করা হয়নি। পরে এই ইস্যুতে টেট রিক্রুটমেন্ট বোর্ডের সামনে পরীক্ষার্থীরা প্রতিবাদ জানায়। অবশেষে সোমবার (১১ই ফেব্রুয়ারী) স্নাতক এবং স্নাতকোত্তরদের টেট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার হুলিয়া জারি করলো টি আর বি টি।