আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যে বিরোধী দলের বিধায়কের উপর হামলার প্রতিবাদে সরব হয়েছে সি পি আই (এম) রাজ্য কমিটি। রাজ্যে পর পর দুই সি পি আই (এম) দলের বিধায়ক সহ বেশ কিছু দলীয় নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করলো সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। এদিন সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির অফিস থেকে বের হয়ে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি সম্পাদক পবিত্র কর জানান, রাজ্যে প্রধানমন্ত্রীর জনসভার পর থেকেই বিভিন্ন জায়গায় হামলা হুজ্জতি হচ্ছে সি পি আই (এম) দলের কর্মীদের উপর। বি জে পি সভাপতির নির্দেশেই এই আক্রমণের ঘটনা ঘটছে রাজ্যে বলে তিনি অভিযোগ করেন।
উল্লেখ্য, ১০ই ফেব্রুয়ারী বিলোনিয়ার চোত্তাখলা এবং ১১ই ফেব্রুয়ারী বাগমায় আক্রান্ত হয় সিপিএমের দুই বিধায়ক, সাংসদ এবং অন্য নেতা কর্মীরা। ভাঙচুর করা হয়েছে বিধায়কের গাড়ী। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধীদল নেতা মানিক সরকার।