আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী ৷৷ উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ শহরে ১৫ই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এই কুম্ভ মেলায় দেশ-বিদেশের পর্যটক ও তীর্থ যাত্রীদের বিনামূল্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ত্রিপুরা রাজ্যের স্কাউট অ্যান্ড গাইডের চার যুবক। জানা যায়, গত ২রা ফেব্রুয়ারী থেকে ১১ই ফেব্রুয়ারী পর্যন্ত রাজ্যের এই চার যুবক প্রয়াগরাজ এবং সঙ্গমে দেশ-বিদেশের পর্যটকদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যাত্রী সাচ্ছন্দ থেকে শুরু করে রেল স্টেশনে যাত্রীদের চ্যাকিং সহ শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে ভূমিকা নিয়েছে জাতীয় স্কাউট অ্যান্ড গাইডের প্রতিনিধিদের সাথে রাজ্যের এই চার যুবক। এরা হলেন রাজীব সাহা, বাপ্পারাজ দত্ত, ভবতোষ চক্রবর্তী এবং চয়ন সাহা।
উল্লেখ্য, আগামী ৪ মার্চ, ২০১৯ পর্যন্ত চলবে এই কুম্ভ মেলা।