আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী ৷৷ সম্প্রতি ত্রিপুরা স্টেট রিক্রুটমেন্ট বোর্ড থেকে ইস্যু করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক এবং স্নাতকোত্তরদের টেট পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি না ইস্যু করা পর্যন্ত টেট পরীক্ষা স্থগিত রাখা হয়। বুধবার রাজ্যে টেট পরীক্ষা স্থগিত রাখার প্রতিবাদে মাঠে নামলো বাম ছাত্র-যুব সংগঠন ডি ওয়াই এফ আই, এস এফ আই, টি এস ইউ, টি ওয়াই এফ। ‘টেট পরীক্ষা কেন বাতিল’ এই প্রশ্নে প্রতিবাদে সামিল হল বাম ছাত্র-যুব সংগঠন। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
উল্লেখ্য, আগামী ২৪শে ফেব্রুয়ারী রাজ্যে স্নাতক এবং স্নাতকোত্তরদের টেট পরীক্ষা গ্রহণের কথা ছিল। সেই মোতাবেক গত ১লা ফেব্রুয়ারী থেকে এডমিট কার্ড দেওয়ার কথা থাকলেও এডমিট কার্ড ইস্যু করেনি ত্রিপুরা স্টেট রিক্রুটমেন্ট বোর্ড। তবে কেন এই টেট পরীক্ষা স্থগিত রাখা হয়েছে সেই ব্যপারে স্পষ্ট কিছুই জানায়নি ত্রিপুরা স্টেট রিক্রুটমেন্ট বোর্ড।