আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী ৷৷ প্রতিবছর আগরতলায় বসন্তের বইমেলা মানুষের পদচারনায় নতুন করে জেগে উঠে – ব্যতিক্রম নেই এবছরের আয়োজনে। সাহিত্য প্রেমীদের ব্যস্ততার বহর বৃদ্ধি স্বাভাবিক কিন্তু তারপরেও বলা যায় বইমেলার আকর্ষণে আট থেকে আশি বইয়ের বিপনীতে দাঁড়িয়ে বই সংগ্রহ করছে এই দৃশ্য বইমেলার আয়োজনের সার্থকতার উদাহরন।
শুক্রবার থেকে শিশু হল ৩৭ তম আগরতলা বইমেলা। বইমেলার সমাপ্তি হবে আগামী ২৬শে ফেব্রুয়ারী। এদিন বিকেলে আগরতলা শিশু উদ্যানে ১২ দিন ব্যাপী ৩৭ তম আগরতলা বইমেলার সূচনা করেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক আশিস কুমার সাহা প্রমুখ।
এবারের মেলায় মোট ১৫০টি স্টল রয়েছে। এরমধ্যে কলকাতা থেকে ৫৫টি, গুয়াহাটি থেকে ৬টি, নয়া দিল্লী থেকে ৪টি, বাংলাদেশ থেকে ৩টি এবং ত্রিপুরা থেকে ৮২টি স্টল রয়েছে। মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে বলে জানা যায়।