আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী ৷৷ জঙ্গী হামলায় নিহত ভারতীয় সেনা জওয়ানদের পরিবারের লোকজনদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সন্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জম্মু ও কাশ্মীরে জঙ্গী হামলায় নিহত শহিদ জওয়ানদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, বৃহস্পতিবার জঙ্গী হামলায় এখনও পর্যন্ত ৪২ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। শহিদ হওয়া প্রত্যেক জওয়ানের পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে ২ লক্ষ্য টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা এবং রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা প্রমুখ।