আখাউড়া বন্দর: আমদানি-রফতানি বন্ধ

akhuraসংবাদ প্রতিনিধি, ১৫ ডিসেম্বর ।। ভারতের আপত্তি থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে আমদানি-রফতানি কার্যক্রম।
সোমবার সকালে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারত চাইছে বন্দর দিয়ে ১০ চাকার ট্রাক ব্যবহার করে পণ্য আমদানি করতে অপরদিকে আখাউড়া ট্রাক শ্রমিক চায় ছয় চাকার ট্রাকে পণ্য সরবরাহ করতে।
এ নিয়ে বাংলাদেশের ট্রাক শ্রমিকদের সাথে রাজ্যের আমদানিকারদের দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরে রোববার সকালে বাংলাদেশের পাথর বোঝাই দু’টি ১০ চাকার ট্রাক উপজেলার গাজীর বাজার থেকে ফিরিয়ে দেয় আখাউড়া ট্রাক শ্রমিক ইউনিয়ন।
পরে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেতাদের অনুরোধে ভারতের আমদানিকারকরা শুধু মাছ আমদানিতে রাজি হন। তবে বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে পাথরসহ অন্যান্য পণ্য রফতানির আহ্বান জানানো হয়।
বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার (শুল্ক) নীতিশ বিশ্বাস জানান, দুই পক্ষে একাধিকবার বৈঠক হয়েছে। তবে সুরাহা হয়নি।
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন বলেন, “১০ চাকার ট্রাকে পণ্য পরিবহন হলে ভারতীয় ব্যবসায়ীরা লাভবান হবে। কিন্তু আমরা বিরাট অঙ্কের পরিবহন আয় থেকে বঞ্চিত হব।”
এ ছাড়া বন্দর সড়ক দিয়ে ১০ চাকার পাথর বোঝাই ট্রাক চলাচলের ওপর সড়ক ও জনপথ বিভাগের নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*